সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচন আগামী ১২ জুন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৫৭, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচন আগামী ১২ জুন

editorbd
প্রকাশিত মে ২৯, ২০২২
সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের নির্বাচন আগামী ১২ জুন

লুৎফুর রহমান করিম, বাংলানিউজইউএস ডেস্ক :

যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে বসবাসরত বাঙালিদের সংগঠন সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার এর এক্সিকিউটিভ কমিটি গঠনের  লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১২ জুন ২০২২ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন — সৈয়দ ফারুক মিয়া, সৈয়দ আমির আলী, টি হোসেইন, সৈয়দ আমিরুল ইসলাম।

এই  নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণের খবর পাওয়া গিয়াছে।
সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল  সেন্টার এক্সিকিউটিভ কমিটি ২০২২-২০২৪ এর নির্বাচনে অংশ গ্রহণ করছেন- আওয়াজ ভয়েচ অব সান্ডারল্যান্ড গ্রুফ থেকে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোসাদ্দিক আহমদ,
ভাইস-চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সজ্জাদ মিয়া,
সেক্রেটারী প্রার্থী মোহাম্মদ শাহিন আহমদ,
ট্রেজারার প্রার্থী আতাউর রহমান (মতলিব মিয়া ),
স্পোর্টস সেক্রেটারী প্রার্থী সৈয়দ মোয়াজ্জেল আলী।

এই প্যানেলে ডাইরেক্টর প্রার্থী হলেন ৬ জন, তারা হলেন- সৈয়দ সাজনু মিয়া, সৈয়দ আখলাক মিয়া, মল্লিক শহিদ আহমদ, সৈয়দ ফয়জুল ইসলাম, সৈয়দ আবু মুসা আহসান, মোহাম্মদ সুহেল মিয়া।

অপর প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-  চেয়ারম্যান প্রার্থী সৈয়দ খালিদ মিয়া ওলিদ,
ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুর রফিক ( আশিক মিয়া ),
সেক্রেটারী প্রার্থী সৈয়দ শহিরুল বারী ( জিয়াউল),
ট্রেজারার প্রার্থী হাসান আহমদ ( হাসনু),
স্পোর্টস সেক্রেটারী প্রার্থী আসাদ আহমদ,
এই প্যানেলেও ডাইরেক্টর প্রার্থী হলেন ৬ জন, তারা হলেন- সৈয়দ আবু মুসা, সৈয়দ রাব্বানী, সৈয়দ মুর্শেদ মিয়া, সৈয়দ মাশুক মিয়া ও শহিদ আহমদ ( জয় )।

উল্লেখ্য উভয় প্যানেলই সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল  সেন্টারের আগামী ১২ জুনের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ভোট চাইছেন ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।