আমের আমতা বানাবেন যেভাবে - BANGLANEWSUS.COM
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আমের আমতা বানাবেন যেভাবে

newsup
প্রকাশিত জুন ১০, ২০২২
আমের আমতা বানাবেন যেভাবে

ডেস্ক নিউজ, ঢাকা: টক-মিষ্টি  বানিয়ে ফেলতে পারেন পাকা আম দিয়ে আমতা। সারা বছর রেখে খেতে পারবেন মুখরোচক আমসত্ত্ব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে বানাবেন আমসত্ত্ব জেনে নিন। পরিমাণ মতো পাকা আম টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে প্যানে দিয়ে দিন। কোনও আঁশ থাকলে ছেঁকে নেবেন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। স্বাদ মতো চিনি, ১ টেবিল চামচ তেল ও সামান্য বিট লবণ দিন। ঝাল স্বাদ চাইলে মরিচ গুঁড়া মেশাতে পারেন। অনবরত নাড়তে থাকুন। মিশ্রণ ঘন হয়ে আসলে নামিয়ে নিন। একটি ছড়ানো পাত্রে তেল ব্রাশ করে ঢেলে দিন আমের মিশ্রণ। চামচ দিয়ে ছড়িয়ে দিন সবদিকে সমানভাবে। একটু পুরু আমসত্ত্ব চাইলে মিশ্রণ একবারে না দিয়ে খানিকটা ফ্রিজে রেখে দিন। প্লেটের আমসত্ত্ব কিছুটা শুকিয়ে গেলে উপরে আরেক লেয়ার করে দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।