টানা ৩৩ ঘণ্টা
১০ জুন ২০২২, ০২:৪৪ অপরাহ্ণ

ডেস্ক নিউজ, ঢাকা: এই শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে পুরো টিমকে। রোদে পুড়ে ঘামে ভিজে টানা শুটিং করতে গিয়ে অসুস্থ হয়েছেন হাবু ভাই তথা অভিনেতা চাষী আলম। টানা ৩৩ ঘণ্টা শুটিং করলেন নির্মাতা কাজল আরেফিন অমি ও টিম ‘ব্যাচেলর’। ৯ জুন বিকাল ৫টায় সেই শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। ব্যাচেলর’স কোরবানি’’ নাটকটির জন্যই তাদের এই বিরামহীন কাজ। শুধু কী ঘণ্টার হিসাব; এই শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে পুরো টিমকে। রোদে পুড়ে ঘামে ভিজে টানা শুটিং করতে গিয়ে অসুস্থ হয়েছেন হাবু ভাই তথা অভিনেতা চাষী আলম। অমি বলেন, ‘যেহেতু ঈদের সিঙ্গেল কাজ তাই টানা শুটিং করে শেষ করলাম। শুটিং শেষে হিসাব করলাম, টানা ৩৩ ঘণ্টা কাজ করেছি আমরা। চাষী ভাই হালকা অসুস্থ হয়েছেন। তবে বিশ্রাম নিয়ে তিনি আবারও মাঠে যোগ দিয়েছেন। এরমধ্যে গরুর ধাওয়াও খেতে হয়েছে আমাদের। শক্তিশালী টিম ছাড়া টানা এত ঘণ্টা শুটিং করা কারও পক্ষে সম্ভব না। লম্বা সময় শুটিং হলেও কারও মধ্যে আন্তরিকতা বা এনার্জির কমতি দেখিনি। এটাই বড় কথা।’