ডলারের দাম বাড়ালেও রেমিট্যান্স কমেছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৪৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ডলারের দাম বাড়ালেও রেমিট্যান্স কমেছে

newsup
প্রকাশিত জুলাই ৩, ২০২২
ডলারের দাম বাড়ালেও রেমিট্যান্স কমেছে

ডেস্ক নিউজ, ঢাকা: কোরবানির ঈদ সামনে, তবুও প্রবাসীরা গত মে মাসের চেয়ে জুন মাসে কম রেমিট্যান্স পাঠিয়েছেন। মে মাসে তারা ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। জুন মাসে এসেছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। অর্থাৎ মে মাসের তুলনায় জুনে রেমিট্যান্স কমেছে ৫ কোটি ডলার। রবিবার (৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডলারের দাম বাড়ানোর পরেও রেমিট্যান্স প্রবাহ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে (২০২১ জুলাই থেকে ২০২২ জুন) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ হাজার ১০৩ কোটি ডলার। আগের অর্থবছরে অর্থাৎ করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরে (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন) রেমিট্যান্স প্রবাহে রেকর্ড করতে দেখা যায়। ওই অর্থবছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।