৩ জেনারেলকে গ্রেফতার করলো রাশিয়া

Daily Ajker Sylhet

newsup

০৭ জুলা ২০২২, ০৩:১৯ অপরাহ্ণ


৩ জেনারেলকে গ্রেফতার করলো রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার আইন-শৃঙ্খলাবাহিনী তিনজন শীর্ষ জেনারেলকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন হলেন রুশ স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহযোগী। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান থাকা অবস্থায় এই তিন জেনারেলকে গ্রেফতার করা হলো। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। গ্রেফতারকৃত জেনারেলদের মধ্যে রয়েছেন, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর সহযোগী লে. জেনারেল সের্গেই উমনভ, সেন্ট পিটার্সবুর্গ ট্রাফিক পুলিশের প্রধান মেজর জেনারেল আলেক্সেই সেমিয়োনভ এবং মেজর জেনারেল ইভান আবাকুমভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।