ইন্টারন্যাশনাল ডেস্ক: গত দুইদিন ধরে আইনপ্রণেতাদের পদত্যাগে ব্রিটেনের রাজনীতিতে নাটকীয়তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে ডাউনিং স্ট্রিটের সামনে সংবাদ সম্মেলনে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সব জল্পনার অবসান ঘটিয়ে সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মূল বিষয়গুলো যা বললেন বরিস। বরিস বলেন, সংসদের আইনপ্রণেতাদের দাবি একজন নতুন প্রধানমন্ত্রী আসুক। নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের সময়সীমা আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে।
সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন কারণ ব্যক্তিগতভাবে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলেন। বরিস জনসন মনে করেন, এটি তার দায়িত্ব।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।