গাজায় তিনদিনে ইসরায়েলি হামলায় ৪৪ ফিলিস্তিনি নিহত
০৮ আগ ২০২২, ০৩:৩৪ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি বাহিনী এবং ইসলামি জিহাদের দফায় দফায় সংঘর্ষে অবরুদ্ধ গাজা উপত্যাকায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এর মধ্যে ১৫ শিশু রয়েছে। রবিবার (৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা তিনদিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস বিমান হামলায় গাজায় এ হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল দাবি করছে, গাজা থেকে ইসলামিক জিহাদের ছোড়া রকেট হামলার জবাবেই তাদের বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা থেকে ছোড়া মর্টারে ইরেজ সীমান্তে আঘাত হানে। ওই রুটে প্রতিদিনই হাজারো গাজার বাসিন্দা ব্যবহার করে থাকে। মর্টারের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘাতের কারণে ওই ক্রসিংটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।