বিসমিল্লাহ’র তাৎপর্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৫৩, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিসমিল্লাহ’র তাৎপর্য

newsup
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২
বিসমিল্লাহ’র তাৎপর্য

ধর্ম: বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই বাক্যটি কুরআনে ১১৪ বার এসেছে, এবং একমাত্র সুরা তওবা ছাড়া প্রত্যেক সুরা শুরু হয়েছে এই বাক্যের মাধ্যমে। এক সুরায় কম থাকলেও সুরা নামলে দুইবার বিসমিল্লাহ এসে ১১৪’র সংখ্যা পূর্ণ করে দিয়েছে। এই অস্বাভাবিক পুনরুক্তির নিশ্চয় আলাদা তাৎপর্য আছে। মানুষ যখন কোনো কাজ শুরু করে, কোনো না কোনো কিছুর ভরসায় শুরু করে। যেমন: মেধা শক্তি বা শারীরিক শক্তি, ধন-সম্পদ, সহায়তাকারী, সহযোগী, অবস্থা ও আসবাব ইত্যাদির ভরসা করে। কিন্তু এসবের ওপর ভরসা করা মুমিনসুলভ কাজ নয়, বরং একজন মুমিন যেকোনো কাজের শুরুতে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে। তখন তার বুক ঐশী স্পৃহায় পূর্ণ হয়ে যায়। বান্দার জন্য কাজ শুরু করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আল্লাহর নামে শুরু করা, যিনি দয়া ও অনুগ্রহের ভাণ্ডার, এবং যার রহমত সবসময় উপচে পড়ে। আল্লাহর নামে শুরু করার অর্থ এই দোয়া করা যে আপনার অসীম দয়া থেকে আমাকে কিছু দান করে সহায়তা করুন, আমার কাজটা সহিসালামতে পূর্ণ করে দিন। এই দোয়া বান্দার তরফ থেকে তার বন্দেগির অংশ, একই সাথে সফলতার জন্য আল্লাহ তাআলাকে জামিন মানা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।