বাবরের একটি ভুল সর্বনাশ করেছে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩২, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাবরের একটি ভুল সর্বনাশ করেছে

newsup
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
বাবরের একটি ভুল সর্বনাশ করেছে

ডেস্ক নিউজ, ঢাকা: রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েও এশিয়া কাপে শেষ হাসি হাসতে পারেনি পাকিস্তান। বরং তাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। তার অলরাউন্ড নৈপুণ্যেই ভারত জয় পেয়েছে ৫ উইকেটের ব্যবধানে। সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম অবশ্য বাবরদের এই হারের সবচেয়ে বড় কারণ চিহিৃত করেছেন ম্যাচের পর। তার মতে, পাক অধিনায়কের এক ভুলই সর্বনাশ ডেকে আনে তাদের। ১৪৮ রান তাড়া করতে নেমে ভারতও এক পর্যায়ে বিপদের মুখে পড়েছে। ৮৯ রানে হারায় ৪ উইকেট। ঠিক তখন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা মিলে নিয়ন্ত্রণ নেন ইনিংসের। জাদেজা শেষ ওভারে আউট হলেও দুজনের ৫২ রানের পার্টনারশিপ-ই জয় পেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।