রেমিট্যান্স বাড়লো ১২.৬ শতাংশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৪, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রেমিট্যান্স বাড়লো ১২.৬ শতাংশ

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২
রেমিট্যান্স বাড়লো ১২.৬ শতাংশ

ডেস্ক রিপোর্ট: ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রায় ২০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১২.৬ শতাংশ বেশি। তবে এটি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের চেয়ে ৭ কোটি ডলার কম। গত বছরের আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৮১ কোটি ডলার। এই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় এ বছরের আগস্টে প্রবাসীরা ২৩ কোটি ডলার বেশি পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।