ডেস্ক রিপোর্ট: এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে আশাবাদী বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে খেলতে চাইছে মূল পর্বে। ইতিবাচক মানসিকতা নিয়ে আগামীকাল (বুধবার) বাহরাইন যাচ্ছে লাল সবুজ দল। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপ দল খেলবে মূল পর্বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান, স্বাগতিক বাহরাইন এবং কাতার। বাহরাইন ও কাতার শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের কোচ রাশেদ আহমেদ পাপ্পু মূল পর্বে খেলতে চাইছেন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেরা রানার্স-আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলতে চাই। আমাদের প্রস্তুতি ভালো।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।