আবু জাহাংগীর, বাফেলো : ব্যাপক সংখ্যক ক্রেতাদের উপস্থিতি ও ৪০ টি স্টল নিয়ে বাফেলোতে অনুষঠিত হলো বস্ত্রমেলা । গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে রাত ন’টা পর্যন্ত সিটির লিফ রেস্টুরেন্ট পার্কিং লটে এ মেলাকে ঘিরে ক্রেতা বিক্রেতাদের আগ্রহের কমতি ছিল না । সকাল থেকে রাত অবধি ক্রেতা ও দর্শনারতীদের ভীর ছিল লক্ষ্যণীয় । জুলাই ৪, ২০২২ এরপর ২য় বারের মত বাফেলো নারী উদ্যোক্তা মেলার আয়োজক তাসনুভা শারমিনের উদ্যোগে মেলায় মুলধারার রাজনীতিবিদসহ লোকাল সিনেটর ও কাউনসিলম্যান উপস্থিত ছিলেন । হয়েছে ফায়ার ওয়ার্কস । ছিল বাচ্চাদের বাউনসিং হাউজ । মেলা আয়োজনকে ঘিরে গত কয়েকসপতাহ যাবত নারী উদ্যোক্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল প্রচুর । নিজ নিজ পণ্য সামগ্রীর পসরা নিয়ে তারা ভালোই বেচাকেনা করেছেন বলে জানালেন অনেকে ।
—
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।