মদিনায় এক মাসে ১০ লাখ ওমরাহযাত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪১, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মদিনায় এক মাসে ১০ লাখ ওমরাহযাত্রী

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২
মদিনায় এক মাসে ১০ লাখ ওমরাহযাত্রী

ধর্ম: হিজরি নববর্ষের প্রথম মাসে ১০ লাখ মুসল্লি ওমরাহ পালন করতে মদিনায় পৌঁছেছেন। গত এক মাসে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তাঁরা। সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়। আরব নিউজের খবরে বলা হয়, গত ৩০ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মদিনা বিমানবন্দরে পৌঁছেন ১০ লাখ এক হাজার ১০৯ হজযাত্রী। এর মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৫২৯ ওমরাহযাত্রী আকাশপথে এবং ২৯ হাজার ৬৮৯ ওমরাহযাত্রী স্থলপথে সৌদি আরব পৌঁছেন। হজ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রমতে, সবচেয়ে বেশি ওমরাহযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ২৭ হাজার ৭৮৯ ওমরাহযাত্রী আসেন। এ ছাড়া পাকিস্তান থেকে ৯০ হাজার ২৫৩, ভারত থেকে ৫৪ হাজার ২৮৭, ইরাক থেকে ৩৬ হাজার ৪৫৭, ইয়েমেন থেকে ২২ হাজার ২২৪ এবং জর্দান থেকে ১২ হাজার ৯৫৯ ওমরাহযাত্রী আসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।