ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:১৪, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২২
ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি

লন্ডন প্রতিনিধি: প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুসনদ প্রকাশ করা হয়েছে। সনদ অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। সনদে উল্লেখ করা তথ্য বলছে, স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে মৃত্যু হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। অর্থাৎ এর প্রায় তিন ঘণ্টা পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রানির মৃত্যুসনদ প্রকাশ করেছে ন্যাশনাল রেকর্ডস অব স্কটল্যান্ড কর্তৃপক্ষ। এতে তথ্যদাতা হিসেবে তার কন্যা প্রিন্সেস অ্যানের নাম উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।