ভারতের কাছে হেরেও নিজেদের জয়ী ভাবছে মালয়েশিয়া
০৩ অক্টো ২০২২, ১২:৪০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: ভারতের বিপক্ষে খেলতে পেরেই যেন তারা মহাখুশি। নারীদের এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ১৮৪ রানের পাহাড় গড়েছে ভারতের নারী ক্রিকেট দল। জবাবে মালয়েশিয়া ৫.২ ওভারে ২ উইকেটে ১৬ রান তুলতেই বৃষ্টির হানা। বৃষ্টি আইনে হারই ছিল সম্ভাব্য ফল! অথচ মালয়েশিয়ার অপরাজিত দুই ব্যাটার ড্রেসিংরুমে ফিরতেই তাদের ডাগআউটে দেখা গেলো খুশির ঝিলিক! ভারত ৩০ রানে জিতেছে এটা যেমন সত্যি, ঠিক তেমনি এত বড় দলের বিপক্ষে লড়াই করতে পেরে মালয়েশিয়াও জয়ী ভাবছে নিজেদের।
প্রতিকূল আবহাওয়াতেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে চার-ছক্কার বৃষ্টি নামায় ভারত। নবীন দল মালয়েশিয়া প্রাণপণ চেষ্টা করেছে ভারতীয় ব্যাটারদের প্রতিহত করতে। মালয়েশিয়ান অফস্পিনার নুর দানিয়া স্যুহাদা হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন। তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেছেন রাধা যাদব।