ইউক্রেনকে আরও ৬ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা
০৫ অক্টো ২০২২, ১২:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের জন্য আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২৫৭ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে বাইডেন প্রশাসনের এমন ঘোষণায় উষ্মা প্রকাশ করেছে রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নতুন করে সামরিক সহায়তার আওতায় ইউক্রেনে হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম লঞ্চারের মতো সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। এমন সময়ে ওয়াশিংটনের তরফে এই ঘোষণা এলো, যখন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার কাছ থেকে একের পর এলাকা মুক্ত করতে সমর্থ হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।