ফেভারিট ইস্যুতে সাকিবের সঙ্গে একমত নন দ্রাবিড় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:১৬, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফেভারিট ইস্যুতে সাকিবের সঙ্গে একমত নন দ্রাবিড়

newsup
প্রকাশিত নভেম্বর ১, ২০২২
ফেভারিট ইস্যুতে সাকিবের সঙ্গে একমত নন দ্রাবিড়

ডেস্ক নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ের আগে সাকিব আল হাসান প্রতিপক্ষকে ফেভারিট ঘোষণা করলেও তার সঙ্গে একমত হতে পারেননি ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট নই, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর অঘটন ঘটানোর চেষ্টা করবো।’
কিন্তু শেষ চারের লড়াইয়ে ওঠার মিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন দ্রাবিড়, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে ভারত খুব সম্মান করে। তাদের বিপক্ষে খেলার আগে যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নেওয়া হবে।
দ্রাবিড় বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ মনে করলেও পরিসংখ্যান কিন্তু তা বলছে না। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতীয় দল। ১১ ম্যাচের মধ্যে তারা ১০টি জিতেছে। বাকি একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। দ্রাবিড় অবশ্য পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট ম্যাচের ফলাফল নির্ধারণের পক্ষে নন, ‘বাংলাদেশকে আমরা যথেষ্ট সমীহ করি। টি-টোয়েন্টি ফরম্যাট এমন যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিক-সেদিক গেলেই জয়-পরাজয়ের পার্থক্য তৈরি হয়ে যেতে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।