স্টার্টআপদের প্রশিক্ষণ দিলো আইডিয়া প্রকল্প - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

স্টার্টআপদের প্রশিক্ষণ দিলো আইডিয়া প্রকল্প

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২২
স্টার্টআপদের প্রশিক্ষণ দিলো আইডিয়া প্রকল্প

ডেস্ক নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) স্টার্টআপদের নিয়ে বুধবার (২ নভেম্বর) একটি বেসিক প্রশিক্ষণ আয়োজন করে।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

তিনি বলেন, স্টার্টআপ-এর যাত্রা একটি কঠিন যাত্রা। সফলতার জন্য পরিশ্রম করতে হবে। ব্যর্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিদেশি স্টার্টআপ কালচারের বিষয়ে ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে বড় সুবিধা হলো একেবারে শুরু থেকেই সরকার সহযোগিতা করছে। বলা যায়—বাংলাদেশে স্টার্টআপের বড় একটা কালচার তৈরি হচ্ছে। বাংলাদেশেও ইউনিকর্ন স্টার্টআপ তৈরি হবে বলে আমার বিশ্বাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।