অবশেষে ইতালিতে অভিবাসন প্রত্যাশীরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অবশেষে ইতালিতে অভিবাসন প্রত্যাশীরা

newsup
প্রকাশিত নভেম্বর ৯, ২০২২
অবশেষে ইতালিতে অভিবাসন প্রত্যাশীরা

ডেস্ক রিপোর্টঃ ইতালিয় উপকূলে আটকে পড়া অভিবাসন প্রত্যাশীদের অবশেষে জাহাজ থেকে নামতে দেয়া হয়েছে৷ তবে ফ্রান্স ও ইতালি সরকারের মধ্যে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা সত্ত্বেও একটি জাহাজকে প্যারিসে পাঠিয়ে দেয়া হয়েছে৷

ইতালির সদ্য নির্বাচিত ডানপন্থী সরকারের আপত্তির কারণে বেশ কিছু জাহাজ অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বেশ কয়েকদিন ধরে সমুদ্র উপকূলে অপেক্ষা করছিল৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাহাজগুলোর অভিবাসন প্রত্যাশীদের সিসিলি দ্বীপে নামার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে ইতালির নতুন সরকারের আপত্তির মুখে অন্য একটি জাহাজ যাত্রীদের নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছে৷

মূলত উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা পাঁচশরও বেশি অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় বিভিন্ন সাহায্য সংস্থার উদ্ধার জাহাজ তাদের উদ্ধার করে৷ কিন্তু ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার তাদের ইতালিতে প্রবেশের অনুমতি দিতে আপত্তি জানায়৷ এর প্রতিবাদে কয়েকজন অভিবাসন প্রত্যাশী অনশন শুরু করেন৷ পরে এক সময় ইতালি সরকার শুধু শারীরিকভাবে অসুস্থদের প্রবেশের অনুমতি দিলেও বাকিদের সেই সুযোগ দিতে অস্বীকার করে৷

মেলোনি সরকারের বক্তব্য- সব অভিবাসন প্রত্যাশীর দায়িত্ব ইতালি একা নেবে না৷ তবে মঙ্গলবার জার্মানির দাতব্য প্রতিষ্ঠান মিশন লাইফলাইনের উদ্ধার জাহাজ রাইজ অ্যাবাভের ৮৯ জনকে অবশেষে নামতে দেয়া হয়৷ এছাড়া জার্মানির আরেক উদ্ধার জাহাজ এসওএস হিউম্যানিটির ৩৫ জনও ইউরোপের মাটিতে পা রাখার সুযোগ পান৷ তারপরও জিও ব্যারেন্টস নামের একটি জাহাজে দুইশরও বেশি মানুষ একই সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন৷ পরে তাদেরও জাহাজ থেকে নামতে দেয়া হয়েছে৷ অভিবাসন সংক্রান্ত কাজ করে এমন সংস্থাগুলো জানিয়েছে, তারা এখন অভিবাসন প্রত্যাশীদের হয়ে ইতালি সরকারের সঙ্গে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেবে৷

অভিবাসন প্রত্যাশী বোঝাই একটি জাহাজ ইতালিয় উপকূল থেকে ফ্রান্সের দিকে পাঠিয়ে দেয়ায় রোম আর প্যারিসের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়৷ গত ২৭ অক্টোবর থেকে বেশ কয়েকবার ওশান ভাইকিং নামের ওই জাহাজটির ২৩৪ জন যাত্রীকে ইতালিতে ঢোকার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়৷ কিন্তু তাতে কোনো কাজ হয়নি৷ এক পর্যায়ে জাহাজ প্রবেশের জন্য বন্দর খুলে দেয় ফ্রান্স৷ তবে ফ্রান্স সরকারিভাবে বন্দর খোলার কোনো ঘোষণা দেয়নি৷ ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি অবশ্য ঘোষণার অপেক্ষাও করেননি৷ তার আগেই জলবায়ু সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে দেখা হয়ে যায় তার৷ দেখা হওয়া মাত্রই বন্দর খুলে অভিবাসন প্রত্যাশীদের জাহাজ তার দেশে ঢোকার সুযোগ দেয়ার জন্য মাক্রোঁকে ধন্যবাদ জানান জর্জা মেলোনি৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।