রাজ-টয়ার নতুন ‘ইনফিনিটি’, এখানেও মিম গুঞ্জন! - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৫৭, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রাজ-টয়ার নতুন ‘ইনফিনিটি’, এখানেও মিম গুঞ্জন!

newsup
প্রকাশিত নভেম্বর ১২, ২০২২
রাজ-টয়ার নতুন ‘ইনফিনিটি’, এখানেও মিম গুঞ্জন!

ডেস্ক নিউজ: দেশীয় ওয়েব সিরিজের শুরুর দিকে যে দু’একটি কনটেন্ট দর্শকদের মুগ্ধ করেছে তারমধ্যে অন্যতম অ্যাকশন-থ্রিলার ‘ইনফিনিটি’। যাতে জুটি বেঁধে প্রশংসা কুড়ান শরিফুল রাজ ও মুমতাহিনা টয়া।

২০২০ সালে বিঞ্জ অ্যাপে সাত পর্বের এই সিরিজ উন্মুক্ত হয়। দুই বছর পর ফের একই গল্পের ধারাবাহিকতা নিয়ে হাজির হচ্ছেন রাজ-টয়া। গত ১৫ দিন নতুন সিজনের টানা শুটিং সেরেছেন তারা। যে শুটিংয়ের অংশ হিসেবে লোকমুখে উঠে এসেছে সময়ের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমের নামও!

কারণ, অনেকেই মনে করেন ‘পরাণ’, ‘দামাল’ সফলতার পর রাজের পাশে এখন মিমেরই থাকার কথা! সে সম্ভাবনাও যে তৈরি হয়নি, তা নয়। তবে সে গল্প বা গুঞ্জনে যাওয়ার আগে নতুন সিজনের গল্প শোনা যাক রাজের নায়িকা টয়ার কণ্ঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।