মসজিদে কুবার ইমাম শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দির ইন্তেকাল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:২৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মসজিদে কুবার ইমাম শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দির ইন্তেকাল

newsup
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
মসজিদে কুবার ইমাম শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দির ইন্তেকাল

ডেস্ক নিউজ: ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ, মসজিদে কুবার ইমাম ও খতিব শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মসজিদে নববির সাবেক তারাবির ইমাম ছিলেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২১ সালের ৭ আগস্ট ইন্তেকাল করেন মসজিদে কুবার আরেক সাবেক ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল্লাহ জুরবান আল গামিদি। পরবর্তীতে তাঁকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।

মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববি থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।