স্পোর্টস ডেস্কঃ মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রেখেছে দলটি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে পর্তুগিজদের কাছে ২-০ গোলে হেরে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে এই ম্যাচের প্রথম গোল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
ম্যাচের ৫৫তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। উরুগুয়ের রক্ষণের বা পাশ থেকে ব্রুনো ফার্নান্দেজ ক্রস করে বল জালে জড়ান সিআর সেভেন। গোল করার পর তা উদযাপন করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
যদিও প্রথমে মনে হচ্ছিল, বল রোনালদোর মাথা ছুঁয়ে গেছে। কিন্তু পরে তা ব্রুনোর নামের পাশেই যুক্ত করে দেয় ফিফা।
এ নিয়ে মাঠে কিছুটা উত্তেজনা তৈরি হয়। এর বেশ কয়েক মিনিট পর ঘোষক জানান, ফিফা জানিয়েছে, গোলদাতা রোনালদো নন, ব্রুনো। এরপর ফিফার ওয়েবসাইডেও গোলটি ব্রুনোর নামে লেখা হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।