জার্মানিকে তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপান ম্যাচের দিকেও - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৫৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জার্মানিকে তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপান ম্যাচের দিকেও

newsup
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২২
জার্মানিকে তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপান ম্যাচের দিকেও

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে জার্মানির। ২০১৮ সালের পর আবারও গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার শঙ্কা। শেষ ষোলোর কোনও আশা বাঁচিয়ে রাখতে হলে আজ কোস্টারিকার বিপক্ষে জয়-ই শুধু নয়। তাকিয়ে থাকতে হচ্ছে জাপান-স্পেন ম্যাচের দিকেও। তাই আজ সব কিছু নিজেদের অনুকূলে রাখার প্রাথমিক লক্ষ্য নিয়েই রাত ১টায় মাঠে নামছে ২০১৪ চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘ই’ তে জার্মানদের অবস্থান সবার নিচে। এখন পর্যন্ত ১টি পয়েন্ট পেয়েছে।

কোস্টারিকার বিপক্ষে জয়ের পাশাপাশি আশায় থাকতে হবে স্পেন যেন জাপানকে হারায়। তাহলেই শেষ ষোলো নিশ্চিত হবে। তার পরেও নিরাপদে থাকতে বড় ব্যবধানে জয়ের কথাও ভাবতে হবে তাদের। কারণ স্পেন-জাপান ম্যাচ ড্র হলে কিংবা জাপান জিতে গেলে তখন গোল গড়ের হিসেব চলে আসবে। তাই সব মিলে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে জার্মানি। জাপান-স্পেন ম্যাচটাও শুরু হবে রাত ১টায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।