মেসি-আলভারেজ দুর্দান্ত রসায়নের নেপথ্যে গার্দিওলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:২৭, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মেসি-আলভারেজ দুর্দান্ত রসায়নের নেপথ্যে গার্দিওলা

newsup
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২
মেসি-আলভারেজ দুর্দান্ত রসায়নের নেপথ্যে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও জুয়ান আলভারেজ জুটির দুর্দান্ত রসায়নে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। এরমধ্যে ম্যানসিটি তারকা আলভারেজের উত্থান যেন হঠাৎ করেই। দলে সুযোগ পেয়েছেন বলা যায় হাতে গোনা কয়েকদিন। এরমধ্যে লিওনেল মেসির সঙ্গে তার অনবদ্য রসায়ন।

এর নেপথ্যে কি? বিশেষজ্ঞদের ধারণা, মেসির সঙ্গে আলভারেজের বোঝাপড়া গড়ে ওঠার নেপথ্যে পেপ গার্দিওলা। মেসি ঠিক কোথায় থাকবেন, কোথায় তাকে পাস দিতে হবে কিংবা মেসি ঠিক কোন জায়গায় পাস দেবেন তা গার্দিওলার চেয়ে আর কে বেশি জানে!

সূত্রের খবর, বিশ্বকাপের আগে ম্যানসিটি কোচের পরামর্শ চেয়েছিলেন জুলিয়ান। সেখানেই মেসিকে নিয়ে প্রাথমিক পাঠ নিয়েছেন তিনি। করেছেন বিস্তর আলোচনাও। লিও কখন এবং কোথায় বল বাড়াতে পারে, এই প্রসঙ্গে পেপের টিপস মাথায় রেখেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।