স্পোর্টস ডেস্ক: আন্তোনিও মাতেও লাহোজের কার্ড দেখানোতে বিরাম নেই। যার নমুনা বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেই দেখা গেছে। স্প্যানিশ রেফারি ১৮টি হলুদ কার্ড বের করেছিলেন। এর পর তীব্র সমালোচনার মুখে পড়লেও নিজের স্বভাব আর বদলালেন কই? রূদ্রমূর্তিতে দেখা গেলো গতকাল লা লিগাতেও। কাতালান ডার্বিতে এস্পানিওলের সঙ্গে বার্সেলোনার ১-১ ড্র করা ম্যাচে ১৫টি হলুদ কার্ড দেখিয়েছেন। সঙ্গে ছিল দুটি লাল কার্ডও।
৭ মিনিটে মার্কোস আলোনসো গোল করে দলকে এগিয়ে নিলেও এস্পানিওল সমতায় ফেরে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া জোসেলুর স্পট কিকে। লাহোজের ওই পেনাল্টি সিদ্ধান্তের পরবর্তী ১০ মিনিটে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। লাহোজ ৭টি হলুদ কার্ড বের করেছেন এই সময়। জর্ডি আলবা ও ভিনিসিয়ুস সৌসাকে লাল কার্ড দেখিয়ে দশ জনের দলে পরিণত করেছেন দুই দলকেই। কাবরেরাকে লাল কার্ড দেখালেও পরে অবশ্য সেই সিদ্ধান্ত বদলেছে।
চিরাচরিত ঢংয়ে কার্ডের বন্যা বইয়ে দেওয়ায় তার সমালোচনায় মুখর ছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ, ‘ম্যাচটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কার্ড দেখাচ্ছিল কোনও কারণ ছাড়াই। ম্যাচের নিয়ন্ত্রণ তার হাতে ছিল না।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।