২৫ তালেবানকে হত্যার স্বীকারোক্তি, সমালোচনার মুখে প্রিন্স হ্যারি
০৬ জানু ২০২৩, ০১:৪২ অপরাহ্ণ

লন্ডন ডেস্ক: ব্রিটিশ রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি ২৫ তালেবানকে হত্যার কথা স্বীকার করেছেন। তার লেখা প্রকাশিত বই ‘স্পেয়ার’-এ এসব কথা তিনি লিখেছেন। ব্রিটিশ সেনাবাহিনীতে সেনা হিসেবে হিসেবে কাজ করার সময় ২০১২-১৩ সালে আফগানিস্তানে ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার এবং পরে হেলিকপ্টার পাইলট ছিলেন তিনি।
বইয়ে প্রিন্স হ্যারি লিখেছেন, আফগানিস্তানে মোতায়েন থাকা অবস্থায় তিনি ৬টি মিশনে অংশ নেন। প্রতিটি মিশনেই শত্রুপক্ষে নিহতের ঘটনা ঘটেছে। বইয়ে তিনি এই হতাহতকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন।
প্রিন্স হ্যারি লিখেছেন, এটি গর্ব করার মতো এমন কোনও পরিসংখ্যান নয়, কিন্তু আমাকে লজ্জিতও করেনি। যুদ্ধের উত্তাপ ও বিভ্রান্তির মধ্যে আমি ওই ২৫ জনকে মানুষ বলে মনে করিনি। তারা ছিল দাবার বোর্ড থেকে সরিয়ে দেওয়া ঘুঁটির মতো, কিছু খারাপ লোককে সরিয়ে দেওয়া- যাতে ভালো লোকদের তারা হত্যা করতে না পারে।