রাসায়নিক হামলার সন্দেহে জার্মানিতে ইরানি নাগরিক আটক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাসায়নিক হামলার সন্দেহে জার্মানিতে ইরানি নাগরিক আটক

newsup
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩
রাসায়নিক হামলার সন্দেহে জার্মানিতে ইরানি নাগরিক আটক

লন্ডন প্রতিনিধি: রাসায়নিক হামলার পরিকল্পনার সন্দেহে এক ইরানি ব্যক্তিকে গ্রেফতার করেছে জার্মানি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছরের ওই ইরানি ব্যক্তি সায়ানাইড ও রিসিন ব্যবহার করে ‘গুরুতর হামলার’ পরিকল্পনা করছিলেন। পুলিশের অভিযোগ, তিনি ‘ইসলামপন্থায় উজ্জীবিত’ হয়ে হামলার পরিকল্পনা করছিলেন।

রিসিন একটি বিষাক্ত জৈবিক অস্ত্র হিসেবে পরিচিত। এ ঘটনার পর ঘটনাস্থলে অনেক নিরাপত্তা সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে বলে জানিয়েছে জার্মানির ডয়চে-প্রেস এজেন্স (ডিপিএ)। ইতোমধ্যে তদন্ত নেমেছে প্রশাসন।

ওই সন্দেহভাজনের উদ্দেশ্য কী ছিল তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। দেশকে বিপন্ন করার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয় থেকে দশ বছরের জেল হতে পারে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।