বাইরে থেকে সাকিবের কথা বলাতেই এমন বিতর্কিত কাণ্ড! - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫৫, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাইরে থেকে সাকিবের কথা বলাতেই এমন বিতর্কিত কাণ্ড!

newsup
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৩
বাইরে থেকে সাকিবের কথা বলাতেই এমন বিতর্কিত কাণ্ড!

ডেস্ক নিউজ: বিপিএলে আজ নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশাল ইনিংসের শুরুতেই ডাগআউটের বাইরে থেকে দুই ব্যাটারকে উঠে আসতে বলেছিলেন। তারা না এলে ঢুকে পড়েন মাঠে। পরে আম্পায়ারদের সঙ্গে তর্কেও জড়িয়েছেন। সাকিব কাণ্ডে প্রায় ৫ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। শেষমেশ সাকিবকে বুঝিয়ে শুনিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠানো হয়। ম্যাচের পর ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

তখন ইনিংসের শুরুতে বাউন্ডারি রোপের বাইরে থেকে দুই ব্যাটারকে দিক নির্দেশনা দিচ্ছিলেন সাকিব। বল হাতে বোলিং করার জন্য তৈরি ছিলেন রংপুরের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। সাকিব আচমকা তখন মাঠের বাইরে থেকে চতুরঙ্গ ডি সিলভাকে স্ট্রাইকিং প্রান্তে যেতে বলেন। বিষয়টা এখানেই থেমে থাকেনি। রংপুর আবার বোলিং প্রান্তে পরিবর্তন আনলে স্ট্রাইকে চলে যান এনামুল। তখন আবার বল তুলে দেওয়া হয় শেখ মেহেদী হাসানের হাতে। কিছুক্ষণ এভাবে চলার পর মেজাজ হারিয়ে বসেন সাকিব। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান জানিয়েছেন, সাকিব বাইরে থেকে কথা বলাতেই ঘটনা এতদূর গড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।