যৌন হয়রানির অভিযোগে আটক দানি আলভেস

Daily Ajker Sylhet

newsup

২০ জানু ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ


যৌন হয়রানির অভিযোগে আটক দানি আলভেস

স্পোর্টস ডেস্ক: নৈশ ক্লাবে সময় কাটাতে গিয়ে এত বড় বিপদের মুখোমুখি হবেন, তা হয়তো ভাবেননি দানি আলভেস। বার্সেলোনাতে যৌন হয়রানির অভিযোগে এবার তাকে আটক করেছে পুলিশ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দেওয়ার পর বার্সেলোনার পুলিশ তাকে আটক করেছে।

ঘটনাটা গত ৩০ ডিসেম্বর রাতের। আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেস সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।

আটক হওয়া আলভেস যে সহজেই পার পাবেন না, সেই ইঙ্গিত মিলছে। তাকে এখন আদালতে নেওয়া হবে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন বিচারকদের ওপর। তবে শুনানির পর আলভেস পুলিশি হেফাজতে থাকবেন কিনা, সেটি পরিষ্কার নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।