সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর সফর যে কারণে বাতিল করলো তুরস্ক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১৯, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর সফর যে কারণে বাতিল করলো তুরস্ক

newsup
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর সফর যে কারণে বাতিল করলো তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক: সুইডেনের স্টকহোমে তুরস্কবিরোধী বিক্ষোভ অনুমতি দেওয়াকে কেন্দ্র করে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফর বাতিল করেছে আঙ্কারা। শনিবার (২১ জানুয়ারি) তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বিষয়টি নিশ্চিত করেছেন। বিক্ষোভ অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো এরদোয়ান প্রশাসন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আকর বলেন, ‘এই মুহুর্তে, আগামী ২৭ জানুয়ারি সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের তুরস্ক সফর অর্থহীন হয়ে পড়েছে। তাই আমরা সফর বাতিল করেছি।’

প্রতিরক্ষামন্ত্রী আকরের আমন্ত্রণে আগামী সপ্তাহে আঙ্কারায় সফরের পরিকল্পনার কথা ছিল সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী জনসনের। কিন্তু সুইডেনে শনিবার (২১ জানুয়ারি) তুরস্ক দূতাবাসের সামনে চরমপন্থীদের বিক্ষোভের অনুমতি দেওয়ায় তুরস্ক ক্ষুব্ধ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।