মেয়েদের কাবাডি লিগে ১৫ লাখ টাকার পুরস্কার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:১৪, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মেয়েদের কাবাডি লিগে ১৫ লাখ টাকার পুরস্কার

newsup
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
মেয়েদের কাবাডি লিগে ১৫ লাখ টাকার পুরস্কার

ডেস্ক নিউজ: প্রথমবারের মতো মেয়েদের করপোরেট কাবাডি লিগ শুরু হতে যাচ্ছে। ২২ থেকে ৩১ জানুয়ারি জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতির এই আসরে খেলবে ছয়টি দল। যেখানে অংশ নিচ্ছে মতলব থান্ডার, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স, বেঙ্গল ওয়ারিয়র্স, ঢাকা টুয়েলভ, নরসিংদী লিজেন্ডস ও টেকনো মিডিয়া।

গত বছরের আইজিপি কাপ অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্ট থেকে ১০০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তিন মাস ঢাকায় অনুশীলন শেষে ৭৮ জন খেলোয়াড় খেলছে এই লিগে। লিগে দলগুলোর জন্য পুরস্কার থাকছে ১৫ লাখ টাকার। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলও পাবে আর্থিক পুরস্কার।

বিওএর অডিটোরিয়ামে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হাবিবুর রহমান লিগ আয়োজন নিয়ে বলেছেন, ‘সারাদেশ থেকে খেলোয়াড় বাছাই হয়েছে। তিন মাস ট্রেনিং হয়েছে। এখন তারা মাঠে নামবে। আমরা নারীদের খেলাকে এগিয়ে নিতে চাই। সেই লক্ষ্যে এগিয়ে চলা। আর্থিকভাবেও লাভবান হবে তারা। এদের নিয়ে সামনের দিকে আন্তর্জাতিক আসরে খেলানোর সুযোগ রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।