ডেস্ক নিউজ: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হয়েছেন গেলো বছরের নভেম্বরে। তার কন্যা রাহা কাপুরের বয়স সবে তিন মাস। তাকে ঘিরেই এখন আলিয়া ও রণবীর কাপুরের যত মনোযোগ। কিন্তু এর মধ্যেই গুঞ্জন ছড়ালো, আলিয়া ভাট নাকি ফের মা হতে চলেছেন।
ভারতের কিছু গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়। যদিও তাতে কোনও নির্ভরযোগ্য সূত্র নেই। মূলত কিছুদিন আগে আলিয়া নিজের পোশাক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। সেই ছবি থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার অনুমান নির্ভর সংবাদ ছড়ায়।
এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ সূত্র। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাহাকে কন্যা হিসেবে পেয়ে গর্বিত তারা। এই মুহূর্তে কন্যার দিকেই তাদের মনোযোগ। সেই সঙ্গে পেশাদার কাজেও সময় দিচ্ছেন। আলিয়ার ফের মা হওয়ার গুঞ্জনটি সত্যি নয়।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।