ইতালি প্রতিনিধি : মিলান বিএনপির সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ মনির এর মায়ের মৃত্যুতে মরহুমার মাগফেরাত কামনায় রবিবার মিলান বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বায়তুল মোকাররম জামে মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন , মিলান বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল আল মামুন, আনোয়ার হোসেন বেপারী ۔ ওসমান গনি ۔নুরুল ইসলাম জুয়েল ۔জামান খান ۔লিয়াকত মৃধা ۔সজীব কাজী۔ মামুন সরদার ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব , সাবেক সাংগঠনিক সম্পাদক রুহীন আহমেদ , একে রুহুল সান ,যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন তপু , সিনিয়র সহ-সভাপতি কাজী রুবেল , সিনিয়র যুগ্ন সম্পাদক মামুন ,সহ-সভাপতি রবিন শিকদার ,শফিকুল ইসলাম মিলন ও জুয়েল পাশা সহ মিলান বিএনপি ,যুবদল ও স্বেচ্ছা সেবকদল নেতাকর্মীরা ॥
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপস্হিতি ছিলেন ইতালি কমিটির উপদেষ্টা ভারেজ বিএনপির সভাপতি ,সেলিম আহমেদ এবং সাধারণ সম্পাদক শিমুল আহমেদ নাপোলি বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি নুর হোসেন জমির সহ বিভিন্ন রাজনৈতিক ۔ সামাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন । উক্ত দোয়া মাহফিল শেষে বিশ্ব মুসলিম ও উম্মার শান্তি কামনায় ও মনির ভাইএর মাতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম আব্দুল বারি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।