লন্ডন প্রতিনিধি: ফরাসি সেনাদের বুরকিনা ফাসো চলে যাওয়ার নির্দেশের ব্যাখ্যা চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, এ বিষয়ে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যার জন্য অপেক্ষা করছেন তিনি।
শনিবার পশ্চিম আফ্রিকার দেশটিতে অবস্থানরত ফরাসি সেনাদের এক মাসের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয় বুরকিনা ফাসোর সামরিক সরকার। এ ঘটনায় ক্ষুব্ধ হয় প্যারিস।
২০২২ সালের সেপ্টেম্বরে বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থানের পর এ অঞ্চলের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে ফ্রান্সের সঙ্গে ২০১৮ সালের সামরিক চুক্তি স্থগিত করে দেশটি। চুক্তিটি স্থগিতের ফলে ফরাসি সেনাদেরও আর বৈধভাবে বুরকিনা ফাসোতে অবস্থানের সুযোগ রইলো না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।