কোরআনে কারীমের হাফিজরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করেছে – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

কোরআনে কারীমের হাফিজরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করেছে

newsup
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩
কোরআনে কারীমের হাফিজরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করেছে

আব্দুল বাছিত আল হাসান : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান বলেন, কোরআন মহান আল্লাহ প্রদত্ব ঐশী গ্রন্থ। যার সত্যতা স্বরূপ আল্লাহ নিজে কাফেরদেরকে অনুরুপ একটি সূরা কিংবা আয়াত তৈরি করার চেলেন্জ করেছেন, কিন্তু অতিতে ও কেউ পারে না এবং ভবিষ্যতে ও পারবে না।
ইতিহাস সাক্ষি যারা কোরআনের সাথে দৃষ্টতা দেখিয়েছে, তাঁরা ধংস হয়েছে৷

তিনি আরও বলেন, কোরআনের পাখিরা বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা কে সমুন্নত করেছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলাধীন ১ নং বাঘা ইউনিয়নের খালপার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্বেরাত, হামদ,নাত ও হিফজ সম্পন্নকারী হাফিজ সাহেবদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ।

অনুষ্ঠানটি ২৭ জানুয়ারী রোজ শুক্রবার, বাদ জুম্মা খালপার জামে মসজিদ প্রাঙ্গণে খালপার আঞ্চলিক শাখা সভাপতি আব্দুশ শাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন খালপার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি শাহবাজ আহমদ সূচন, বাঘা ইউনিয়ন শাখা সভাপতি হাসান আহমদ, সাধারণ সম্পাদক মিলাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, খালপার আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মুমিন সহ- সাধারন সম্পাদক মোঃ রেজাউল আহমদ সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ অর্থ সম্পাদক মোঃ শহির উদ্দীন প্রচার সম্পাদক মোঃ লিমন আহমদ, সহ- প্রচার সম্পাদক মোঃ শিপু আহমদ,সহ- অফিস সম্পাদক মোঃ মামুন আহমদ সদস্য মোঃনাইম, সাইম, নাজমুল, মহসিন, উমর, রুমেল, জাহিদ প্রমুখ ॥

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।