ডেস্ক নিউজ: তারকাদের ফ্যান-ফলোয়ার থাকবেই। তা না হলে কেমনতর তারকা! ফ্যানক্লাব, ফ্যান পেজ তো বটেই, বাসার ফটকে কিংবা চলতি পথেও সেই তারকাদের নিয়ে ঘটবে ভক্তদের কত-শত রোমাঞ্চকর ঘটনা। যদিও সোশাল হ্যান্ডেলের এই ফলোয়ার-নির্ভর সময়ে একজন তারকার ওজন মাপা হয় মূলত সংখ্যায়। ভিউ আর ফলোয়ারের মারপ্যাঁচে সব তারকা যেন তালগোল পাকিয়ে বসে আছে। কাজ বা উদ্যোগ নয়, ভক্ত বাড়ানোর আশায় তারকারা ঝুঁকে আছে পেজ অ্যাডমিন আর সোশাল মিডিয়া ম্যানেজারদের আনুকূল্যের দিকে। ফলে তারকাদের সত্যিকারের ‘ভক্ত’ এই ‘ফলোয়ার’ সময়ে খুঁজে পাওয়া ঢের কঠিন।
সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জে এস হিমি। গেলো চারদিন ধরে অবস্থান করছেন চট্টগ্রাম শহরের কুমিরাঘাট ও রেলওয়ে হাসপাতাল এলাকায়। উদ্দেশ্য একটি বিশেষ প্রজেক্টের শুটিং। সহশিল্পী হিসেবে যথারীতি আছেন নিলয়। শুধু চট্টগ্রাম কেন, শুটিং-সুবাদে দেশ-বিদেশের অসংখ্য স্থানে প্রতিনিয়ত ঘুরে বেড়ান হিমি। তবে এবারের সফরটা তার অভিনয় জীবনের অন্যতম স্মৃতিকাতরতার কারণ হয়ে থাকবে বলে মনে করেন অভিনেত্রী। কারণ, শুটিংয়ের ফাঁকে বাস্তবে ঘটা এই গল্পের নায়ক একজন পথশিশু। যার পেশা ছোট বালতিতে করে চট্টগ্রামের রেলওয়ে অঞ্চলে ফুল বিক্রি করা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।