ডেস্ক নিউজ: টানা দুই মেয়াদে ফিফার কাউন্সিল সদস্য হয়ে কাজ করছিলেন মাহফুজা আক্তার কিরণ। এবার আর হ্যাটট্রিক মেয়াদে দায়িত্ব পালন করা হচ্ছে না। ফিফা কাউন্সিল সদস্য পদে নির্বাচনে বাংলাদেশের নারী সংগঠক হেরেছেন লাওসের প্রতিদ্বন্দ্বীর কাছে। ফিফাতে নির্বাচিত হতে না পারলেও এএফসির নির্বাহী কমিটিতে তৃতীয়বারের মতো ঠিকই জায়গা করে নিয়েছেন কিরণ।
বাহরাইনের মানামায় বুধবার (১ ফেব্রুয়ারি) এএফসির কংগ্রেসের পাশাপাশি নির্বাচন হয়েছে। এএফসি থেকে ফিফা কাউন্সিল প্রতিনিধি নির্বাচনে কিরণ হেরে যান কানিয়া কিওমানির কাছে, ৩৬-৭ ভোটে। নির্বাচিত হয়ে ২০২৩-২৭ মেয়াদে ফিফা কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন লাওসের ফুটবল সংগঠক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।