রবীন্দ্রসংগীতের মনোমুগ্ধকর সন্ধ্যা – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রবীন্দ্রসংগীতের মনোমুগ্ধকর সন্ধ্যা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
রবীন্দ্রসংগীতের মনোমুগ্ধকর সন্ধ্যা

ডেস্ক নিউজ: নতুন প্রজন্মের কাছে শুদ্ধ রবীন্দ্রসংগীতের চর্চা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বিশেষ আয়োজন। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিলনায়তনে ‘কর্মশালা ও সংগীতে নবীনবরণ’ শীর্ষক এ অনুষ্ঠানের সূচনা হয়।

প্রথম দিনের কার্যক্রমে ছিলো রবীন্দ্রসংগীতের ওপর কর্মশালা ও নবীন শিল্পীদের পরিবেশনা। বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন সীমা সরকার।

অনুষ্ঠানে আগত রবীন্দ্রসংগীত শিল্পী ও অনুরাগীদের উদ্দেশে উপদেশ ও শিক্ষামূলক কিছু কথা বলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ। তিনি বাংলাদেশ এই সংস্থার সভাপতি। কর্মশালা শুরুর আগে তিনি বলেন, ‘আমি এখানে কোনও শিক্ষকতা করতে আসিনি। গানের মাঝে অনেকের ছোটখাটো কিছু ভুল হয়ে যায়। আমারও হয়। সেই ভুলগুলো যাতে কমানো যায়, তার জন্যই এই কর্মশালা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।