পশ্চিমা ট্যাংকের পর কি যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন? – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

পশ্চিমা ট্যাংকের পর কি যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন?

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
পশ্চিমা ট্যাংকের পর কি যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন?

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন অত্যাধুনিক পশ্চিমা যুদ্ধের ট্যাংক পাবে, কয়েক মাস আগেও বিষয়টি অচিন্তনীয় ছিল। কিন্তু জার্মানি, যুক্তরাষ্ট্র ও অপর পশ্চিমা দেশগুলো ইউক্রেনে মূল যুদ্ধের ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে সেই অচিন্তনীয় বিষয়কে বাস্তব করে তুলেছে।

ইউক্রেনে রাশিয়ার নতুন আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতায় ঐক্যে দেখিয়ে কিয়েভকে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে। এর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও ক্ষুব্ধ করে তোলার ভয় তারা পাশে ঠেলে দিয়েছে।

রুশ আক্রমণ মোকাবিলায় পশ্চিমাদের কাছে ট্যাংক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান চেয়েছিল ইউক্রেন। এই তালিকা থেকে বাদ যাচ্ছে ট্যাংক। শিগগিরই মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেতে পারে ইউক্রেন। বাকি থাকবে যুদ্ধবিমান।

ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ গত সপ্তাহে সিএনএনকে বলেছিলেন, গত বছর সান্তা ক্লসের কাছে একটি ইচ্ছে তালিকা পাঠিয়েছিলাম। এই তালিকায় যুদ্ধবিমান ছিল।

পশ্চিমা নেতারা প্রকাশ্যে এমন আচরণ করছেন যেনও ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানো নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। তাদের মধ্যে আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডায় ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।