মার্কিন আকাশে গোয়েন্দা বেলুন – BANGLANEWSUS.COM
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মার্কিন আকাশে গোয়েন্দা বেলুন

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
মার্কিন আকাশে গোয়েন্দা বেলুন

আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় গোয়েন্দা বেলুন নিয়ে মুখ খুলেছে চীন। মন্টানাতে এই বেলুন দেখা যায়। এটি আলাস্কার আল্যাউ আইল্যান্ডস ও কানাডার পথে ছিল। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা নিশ্চিত যে এই গোয়েন্দা বেলুনটি এসেছে চীন থেকে।
এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, বেলুনটি বাণিজ্যিক বিমান চলাচল সীমার উপরে রয়েছে। ভূমিতে থাকা মানুষের জন্য সামরিক বা শারীরিক কোনও হুমকি নয় তা।

ঘটনা যাচাইয়ের আগে জল্পনার বিষয়ে সতর্ক করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। উভয়পক্ষকে শান্ত ও সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।