শামসুন্নাহারকে নিয়েই খেলছে বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শামসুন্নাহারকে নিয়েই খেলছে বাংলাদেশ

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৩
শামসুন্নাহারকে নিয়েই খেলছে বাংলাদেশ

ডেস্ক নিউজ: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুরুতে চোট ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৪৪ মিনিটে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহারকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তার পর আর মাঠেই নামা হয়নি। তবে হাসপাতাল থেকে ঘুরে এসে পরের দিন সকালে ঠিকঠাক অনুশীলনে ফিরতে দেখা গেছে তাকে। ভারতের বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শক্তিশালী ভারতের বিপক্ষে অধিনায়ককে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

রবিবার বিকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে দলের অনুশীলনে দেখা গেছে শামসুন্নাহারকে। জার্সির সঙ্গে জ্যাকেট পরে গা-গরম করে নিয়েছেন। শুটিং অনুশীলনও করতে দেখা গেছে তাকে। নেপালের বিপক্ষে দুটি গোলের একটি এসেছে অধিনায়কের পা থেকেই। তাছাড়া শামসুন্নাহার যতক্ষণ মাঠে ছিলেন, পুরো দল একই ছন্দে খেলেছে। অধিনায়কের মাঠ ছেড়ে যাওয়ার পরই কিছুটা ছন্দপতন হয়েছে স্বাগতিকদের খেলায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।