ডেস্ক নিউজ: গত বছর ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। এরপর এশিয়ান পার্সপেক্টিভ বিভাগে ছবিটির আরও একটি প্রদর্শনী হয়। তখন উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকরা বাংলাদেশের এই ছবিটির দারুণ প্রশংসা করে।
সাদা-কালো সেই বিশেষ ছবিটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি ছাড়পত্র পেল। চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দফর থেকে সেন্সর সনদ গ্রহণ করার কথা জানান।
শরীফ উদ্দিন সবুজের গল্প অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্রটি দেখে সেন্সর কমিটির সদস্যরা নস্টালজিক হয়ে পড়েন। বোর্ড সদস্যরা বর্তমান সময়ের প্রেক্ষিতে ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় একটি কাজ হিসেবে চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। গণমাধ্যমকে জানান নির্মাতা নূরুজ্জামান।
নির্মাতার ভাষ্যে, ‘গত শতাব্দীর আশি এবং নব্বই দশকে শৈশব-কৈশোর পেরুনো প্রজন্ম নিজেদের যাপিত শৈশব খুঁজে পাবেন গ্রামীণ পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে। নিজের শৈশব মেয়েকে দেখানোর জন্য ছবিটা শুরু করেছিলাম। বলতে গেলে সেন্সর স্ক্রিনিংয়েই আমার অত্যন্ত পরিচিত গণ্ডির বাইরের কেউ প্রথমবার ছবিটা দেখলো। অনেকটা ব্যক্তিগত এই ছবি যে অন্যদেরকেও ছুঁতে পারছে এটা জেনে খুবই ভালো লাগছে। মনে হয় কাজটার পেছনে ব্যয় করা আমার প্রায় ছয় বছরের সময় আর শ্রম সার্থক হতে চলেছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।