কুমিল্লার চতুর্থ নাকি সিলেটের প্রথম
১৬ ফেব্রু ২০২৩, ০২:২০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: একে একে বিদায় নিয়েছে ৫টি দল। আজ (বৃহস্পতিবার) ফাইনালের মহারণ। বিপিএলের নবম আসরের শিরোপা লড়াইয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। সিলেট প্রথমবার ফাইনালে উঠলেও কুমিল্লা চতুর্থবারের মতো ফাইনাল খেলছে। সর্বশেষ তিনবারই শিরোপা জিতেছে ভিক্টোরিয়ান্সরা।
বিপিএলের নবম আসরের ফাইনাল যেই জিতুক না কেন, মিরপুরে ইতিহাস রচনা করবে। দুই দলেরই আছে অভিন্ন কিছু পরিসংখ্যান। বিপিএলের ফাইনালে অধিনায়ক মাশরাফি কখনও হারেননি। আগের চারবার ফাইনাল খেলে সবকটিই জিতেছেন বাংলাদেশের সফল এই অধিনায়ক। অন্যদিকে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসেরও ফাইনালে হারের অভিজ্ঞতা নেই। এমন অভিন্ন পরিসংখ্যানে ছেদ পড়তে যাচ্ছে আজ। যেই জিতুক, মিরপুরে পরিসংখ্যান ওলট-পালট ঠিকই হচ্ছে।