দ্রুত ইনিংস ঘোষণার পর কিউইদের চাপে রেখেছে ইংল্যান্ড

Daily Ajker Sylhet

newsup

১৬ ফেব্রু ২০২৩, ০২:২১ অপরাহ্ণ


দ্রুত ইনিংস ঘোষণার পর কিউইদের চাপে রেখেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বেন স্টোকস যুগে আগ্রাসী ক্রিকেটের আরেকটি প্রদর্শনী দেখা গেলো সিরিজের প্রথম দিবা-রাত্রির টেস্টে। মাউন্ট মঙ্গানুইয়ে ওভার প্রতি ৫.৫৭ রান তুলে মাত্র ৫৮.২ ওভার খেলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে তুলেছে ৩২৫ রান। টেস্ট ক্রিকেটে দ্রুততম ইনিংস ঘোষণার এটি দ্বিতীয় নজির।

অবশ্য এত আগে ইনিংস ঘোষণার যে লক্ষ্যটা সফরকারীদের ছিল। সেটা সফলও হয়েছে বলা যায়। গোলাপী বলে স্টোকস আলোর নিচে বল করতে চেয়েছিলেন। সেই বল হাতে তুলে নেওয়ার পর ৩৭ রানেই নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়েছে। দিন শেষে ক্রিজে আছেন ডেভন কনওয়ে (১৭) ও নিল ওয়েগনার (৪)। কিউইরা এখনও পিছিয়ে ২৮৮ রানে।

টস হেরে ব্যাট করতে নামার পর ইংল্যান্ডের প্রথম উইকেট পড়েছে ১৮ রানে। তবে ওপেনার বেন ডাকেটের ৬৮ বলে ৮৪ রানের স্ট্রোক সমৃদ্ধ ইনিংস প্রথম সেশনে প্রতিরোধ গড়তে সাহায্য করেছে। ডাকেটের পর বড় প্রতিরোধ আসে হ্যারি ব্রুকের কাছ থেকে। ফেরার আগে ৮১ বলে ৮৯ রানের ইনিংস উপহার দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।