আলাস্কার কাছে রুশ বোমারুর গতিরোধের দাবি নোরাডের
১৬ ফেব্রু ২০২৩, ০২:২৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের আলাস্কার কাছে বেশ কয়েকটি রুশ বোমারু ও যুদ্ধবিমানের গতিরোধ করার দাবি করেছে নর্থ আমেরিকান এয়ার ডিফেন্স (নোরাড) বাহিনী। নোরাড কমান্ড এক বিবৃতিতে বলেছে, আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়ন অবস্থায় এগুলোর গতিরোধ করা হয়। তবে ইউক্রেনে চলমান যুদ্ধের উত্তেজনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই, এগুলো নিয়মিত ঘটনা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
১৪ ফেব্রুয়ারি তারিখে দেওয়া মার্কিন-কানাডিয়ান যৌথ সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই উড়োজাহাজগুলো শনাক্ত করা হয়। তবে এগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি এবং কোনও হুমকি হয়ে দেখা দেয়নি।