ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ইউএসবিসিসিআই) এর কার্যালয়ে সম্প্রতি দ্বিপাক্ষিক সমঝোতা সাক্ষরের মাধ্যমে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বাংলাদেশ চাপ্টারের কো-অর্ডিনেটর নিযুক্ত হলেন এনামুল কবির সুজন। এ সময় (ইউএসবিসিসিআই) এর সম্মানিত প্রেসিডেন্ট মোঃ লিটন আহমেদ, পরিচালক শেখ ফরহাদ ও এক্সপো কমিটির চেয়ারম্যান মোঃ বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) হল যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রথম সারির একটি ট্রেডবডি বা সংস্থা, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে আমেরিকান ব্যবসার সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা পূরণে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসার মধ্যে সম্পর্ক স্থাপন এবং একটি উদ্যোক্তা পরিবেশ তৈরি করা “ইউএসবিসিসিআই”-এর অন্যতম লক্ষ্য। তথ্য, সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, ব্যবসায়িক রেফারেল, বিনিয়োগ পরিবেশ, নেটওয়ার্কিং, সামাজিকীকরণ এবং আরও অনেক কিছুর উৎস এই ব্যবসায়িক সংগঠনটি। মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের মধ্যে এই সম্পর্ক স্থিতিস্থাপক প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করে ইন্দো-প্যাসিফিক শান্তি, স্থিতিশীলতার একটি অঞ্চল এবং ক্রমবর্ধমান সমৃদ্ধির স্থান হিসেবে। উভয় দেশের বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে স্বার্থ রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং সংযোগের মাধ্যমে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (ইউএসবিসিসিআই) এর সকল কার্যক্রম ও প্রতিনিধিত্বের জন্য বাংলাদেশ চাপ্টারের কো-অর্ডিনেটর নিযুক্ত হলেন এনামুল কবির সুজন। এছাড়া এনামুল কবির সুজন তার স্বনামখ্যাত প্রতিষ্ঠান রুপকথা প্রোডাকশনস্ধসঢ়; যুক্তরাষ্ট্রে এলএলসি কোম্পানি প্রতিষ্টার মাধ্যমে (ইউএসবিসিসিআই) এর সম্মানিত সদস্য পদ লাভ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।