সুইজারল্যান্ডের অব্যবহৃত লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৯, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সুইজারল্যান্ডের অব্যবহৃত লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি

newsup
প্রকাশিত মার্চ ৪, ২০২৩
সুইজারল্যান্ডের অব্যবহৃত লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি

লন্ডন প্রতিনিধি: সুইজারল্যান্ডের কাছ থেকে অব্যবহৃত কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এমন লেপার্ড ২ ট্যাংক কিনতে চায় জার্মানি। বার্লিন ও পশ্চিমা মিত্ররা প্রতিশ্রুতি রক্ষায় ইউক্রেনে ট্যাংক পাঠানোর ফলে যে ঘাটতি তৈরি হবে সেগুলো মেটানো হবে এসব ট্যাংক দিয়ে। শুক্রবার সুইস সরকার এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সুইজারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জার্মানির প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি সুইস প্রতিরক্ষামন্ত্রী ভিওলা আমহার্ডের কাছে লিখিতভাবে লেপার্ড ২ ট্যাংক কেনার প্রস্তাব দিয়েছেন। তারা এমন সব ট্যাংক কিনতে চেয়েছেন যেগুলো সুইস আর্মি ব্যবহারের পরিকল্পনা করছে না।

দুই জার্মানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিনতে পারলে এসব ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে না এবং এগুলো জার্মানি বা ন্যাটো বা ইউরোপীয় অংশীদাররা নিজেদের ঘাটতি পূরণে ব্যবহার করবে। এছাড়া এতে যন্ত্রাংশ স্থলাভিষিক্ত করার সুযোগও বাড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।