ইউক্রেনে রাশিয়ার জ্বালানি যুদ্ধনীতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনে রাশিয়ার জ্বালানি যুদ্ধনীতি

newsup
প্রকাশিত মার্চ ৯, ২০২৩
ইউক্রেনে রাশিয়ার জ্বালানি যুদ্ধনীতি

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রায় এক মাসের মধ্যে বুধবার দিবাগত রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত বছর অক্টোবরের শুরুতে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে রাশিয়া। গত মাসেও বিরতি দিয়ে বিদ্যুৎ অবকাঠামোকে নিশানা বানিয়েছে রুশ সেবাহিনী। কিন্তু বুধবারের আগে ছিল সবচেয়ে দীর্ঘ বিরতি।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সর্বাত্মক হামলার বর্ষপূর্তির দিনে ইউক্রেনের বড় ধরনের হামলার আশঙ্কা ছিল। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি। ফলে ধারণা করা হচ্ছে, এমন কিছু রাশিয়ার কৌশল ছিল না আদৌ, সম্ভবত সংবাদমাধ্যমের প্রত্যাশা ছিল এমনটি।

তবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার আক্রমণ তাৎপর্যপূর্ণ। এমন সময় রাশিয়া মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা চালালো যখন অনেক পশ্চিমা কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছিলেন যে, এমন আক্রমণ পরিচালনার মতো নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্রের ঘাটতি রয়েছে রাশিয়ার। বিশেষ করে এমন আক্রমণের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র স্বল্পতায় থাকতে পারে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।