৫০০ উইকেট চান হাসান - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

৫০০ উইকেট চান হাসান

newsup
প্রকাশিত মার্চ ১১, ২০২৩
৫০০ উইকেট চান হাসান

ডেস্ক নিউজ: ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের দুর্দান্ত এই জয়ে সবচেয়ে বেশি অবদান বোলারদের। বিশেষ করে ডেথ ওভারে হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছেন, সেটা অবিশ্বাস্য। তরুণ এই পেসার শেষ দুই ওভারে ৫ রান খরচায় নেন ২ উইকেট। আর তাতে ইংলিশদের অল্প পুঁজিতে থামিয়ে দিতে পেরেছিল বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ার শেষে নামের পাশে কত উইকেট দেখতে চান। তরুণ এই পেসারের উত্তর, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা না হলেও টি-টোয়েন্টিতে নেমে আলো ছড়িয়েছেন হাসান। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান, ছিলেন উইকেটশূন্য। পরের ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ২ উইকেট। ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে আউট করেন জস বাটলারকে। ১৯তম ওভারে ৪ রান খরচায় তুলে নেন স্যাম কারানের উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে হাসানের শিকার ২ উইকেট। তাতে ১৫৭ রানের সহজ লক্ষ্য পেয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। টাইগার অব দ্য ম্যাচ পুরস্কারও জেতেন এই পেসার।

ছোট্ট ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলেননি হাসান। এখনও যেতে হবে বহুদূর, শেষটায় নিজেকে যে জায়গায় দেখতে চান, সেটাই জানালেন তিনি, ‘অবশ্যই ৫০০ উইকেট।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।