ডেস্ক নিউজ: টেক্সটভিত্তিক একটি স্বতন্ত্র নতুন সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ আনার জন্য কাজ করছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। এটি মূলত টুইটার এবং এর প্রতিযোগী মাসটোডোনের একটি প্রতিদ্বন্দ্বী হবে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবিসিকে জানায়, আমরা টেক্সট শেয়ারিংয়ের জন্য স্বতন্ত্র এবং বিকেন্দ্রীক সামাজিক যোগাযোগের জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি ক্রিয়েটর এবং বিশিষ্ট ব্যক্তিদের আপডেট শেয়ারের জন্য জন্য একটি আলাদা স্থান তৈরির একটি ভালো সুযোগ এখন আমাদের।’
বিবিসি জানায়, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর খরচের বিভিন্ন বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তাদের পেইড অ্যাকাউন্ট সৃষ্টির জটিলতায় স্ক্যামাররা সুযোগ করে নিয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।